প্রয়াত চন্দুপাতলা জঙ্গা রেড্ডি ৷ ১৯৮৪ সালে বিজেপির যে দু’জন সাংসদ নির্বাচিত হয়েছিলেন, তাঁদের মধ্যে একজন ছিলেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ আরও অনেকে ৷ ১৯৩৫ সালের ১৮ নভেম্বর অবিভক্ত অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গল জেলায় তাঁর জন্ম ৷ ১৯৫৩ সালে তিনি বিয়ে করেন সি সুদেষ্ণাকে ৷ তাঁদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছেন ৷ তাঁরা থাকতেন হানমাকোন্ডা এলাকায় ৷ ১৯৮৪ সালে তিনি হনুমাকোন্ডা কেন্দ্র থেকে ভোটে জিতে সাংসদ হন৷ জঙ্গা প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওকে ৫৪ হাজার ভোটে হারিয়েছিলেন ৷ স্কুল শিক্ষক থেকে রাজনীতিতে আসা এই নেতা এমন এক সময় সাংসদ হয়েছিলেন, যখন বাজপেয়ী-আডবাণীর মতো বিজেপির হেভিওয়েটরা হেরে গিয়েছিলেন ৷এছাড়া তিনি দীর্ঘদিন অন্ধ্রপ্রদেশের বিধায়ক ছিলেন ৷ ১৯৬৭-৭২ তিনি পারকল থেকে জনসংঘের বিধায়ক ছিলেন ৷ সম্পেটা থেকে তিনি ১৯৭৮-৮৩ জনতা পার্টির বিধায়ক ছিলেন ৷ ওই একই কেন্দ্র থেকে তিনি ১৯৮৩ সালে বিজেপি বিধায়ক হিসেবে নির্বাচিত হন ৷ ১৯৮৪ সালে তিনি লোকসভায় নির্বাচিত হন ৷তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷