কলকাতা

এবার কলকাতায় সেঞ্চুরি করল পেট্রোল

 প্রথমবার কলকাতায় সেঞ্চুরির গণ্ডি পেরোলো পেট্রল ৷ মধ্যরাত থেকে কলকাতায় পেট্রোল দাম ৩৯ পয়সা বেড়ে ১০০ টাকা ২৩ পয়সায় এসে দাঁড়িয়েছে ৷ একই সঙ্গে দাম বেড়েছে ডিজেলের ৷ প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯২.৫০ টাকা ৷ প্রসঙ্গত, কলকাতা সহ রাজ্যের ৪ জেলা বাদে সর্বত্র পেট্রলের দাম ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল ৷ আজকের পর রাজ্যের সব জেলায় পেট্রলের দাম সেঞ্চুরির গণ্ডি পেরিয়ে গেল ৷  পেট্রোপণ্যের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে সিঁদুরে মেঘ দেখছে সাধারণ মানুষ ৷