জেলা

মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশালাকার ১ কুইন্টাল ৫৯ কেজির ছাতা মুরুলি মাছ

সাগরদ্বীপের মোহনার কাছে হুগলি নদী থেকে এক মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশালাকার ছাতা মুরুলি মাছ। যার দাম উঠেছে প্রায় ২৫ হাজার টাকা। স্বভাবতই নতুন বছরের শুরুতে খুশির হাওয়া সাগরের মৎস্যজীবী মহলে। জানা গিয়েছে, গতকাল দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর দ্বীপের মহিষামারির বাসিন্দা শান্তনু দাস নামে এক মৎস্যজীবীর জালে ধরা পড়েছে বৃহদাকার ছাতা মুরুলি মাছটি। বিরল প্রজাতির এই মাছটির ওজন ১ কুইন্টাল ৫৯ কেজি। ঘোড়ামারা দ্বীপের কাছে হুগলি নদী থেকেই মাছটি মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে। রাতে কাকদ্বীপ আড়তে মাছটি নিলামে ওঠে এবং ২২-২৩ হাজার টাকা পর্যন্ত মাছটির দাম ওঠে।