জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে মর্মান্তিক দুর্ঘটনা৷ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল সেনা জওয়ানদের নিয়ে যাওয়া একটি সেনা ট্রাক৷ এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৫ জন সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ আরও বেশ কয়েকজন সেনা জওয়ানের গুরুতর আঘাত লেগেছে বলেও খবর৷ জানা গিয়েছে, জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধর এলাকায় নিয়ন্ত্রণরেখার কাছে এই দুর্ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ১০ জন সেনা জওয়ান ছিলেন৷ তাঁদের মধ্যে ৫ জনেরই মৃত্যু হয়৷ ভারতীয় সেনার ১৬ কর্পস-এর পক্ষ থেকে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পুঞ্চ সেক্টরে কর্তব্যরত থাকা অবস্থাতেই দুর্ঘটনার শিকার হন ওই ৫ সেনা জওয়ান৷ আহত সেনা জওয়ানদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে৷