বিদেশ

ভোটের আগেই বাংলাদেশে চলন্ত ট্রেনে আগুন, মৃত ৫

আগামী ৭ জানুয়ারি রবিবার বাংলাদেশে জাতীয় সংসদের মোট ৩০০টি আসনে নির্বাচন। অশান্তি ঠেকাতে নির্বাচনের আগে সেনা মোতায়েন করা হয়েছে দেশ জুড়ে। নির্বাচনের আগেই ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশে।বাংলাদেশের রাজধানী ঢাকার গোপীবাগ এলাকায় শুক্রবার রাতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়। শুক্রবার ট্রেনটি বনগাঁ সীমান্তের ও পারের বেনাপোল থেকে ঢাকা যাচ্ছিল। কমলাপুরে পৌঁছনোর আগে রাত ৯টা নাগাদ ট্রেনটিতে আগুন লাগে। অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে।