ফের শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংয়ের অভিযোগ ৷ খোদ ইউজিসির থেকে নির্দেশ পেয়ে তদন্ত করে পাঁচ ছাত্রকে বহিষ্কার করল বহরমপুর কলেজ ৷ এরা সকলেই দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমেস্টারের পড়ুয়া ৷ জানা গিয়েছে, কলেজের প্রথম বর্ষের দুই পড়ুয়া মেইলে করে ইউজিসির অ্যান্টি র্যাগিং কমিটি কাছে সরাসরি অভিযোগ জানান ৷ এরপরই শনিবার ব্যবস্থা নেওয়ার নির্দেশ আসে ৷ রবিবার ব্যবস্থা নিল কর্তৃপক্ষ ৷ ওই দুই ছাত্রের দাবি, কলেজ কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় তাঁরা ইউজিসির দ্বারস্থ হয়েছিলেন ৷ অধ্যক্ষ সমরেশ মণ্ডল বলেন, অভিযুক্ত ও অভিযোগকারীদের ডেকে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাঁচ অভিযুক্ত দোষি প্রমাণিত হওয়ায় তাদের হস্টেল থেকে বহিস্কার করা হয়েছে। কলেজ থেকে বহিষ্কার না করে তাদের নিজেদের শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে র্যাগিংয়ের অভিযোগ নতুন নয় ৷ সম্প্রতি র্যাগিংয়ের শিকার হয়ে প্রাণ হারানোর ঘটনাও ঘটেছে। যাদবপুরের ঘটনার পর রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়। কলেজে কলেজে অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করে নজরদারি করার নির্দেশ দেয় ইউজিসি। বহরমপুর কলেজের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল র্যাগিং বন্ধ হয়নি।বহরমপুর কলেজের হস্টেলে র্যাগিংয়ের কথা আগেও শোনা গিয়েছিল। পডুয়াদের একাংশের দাবি, র্যাগিং হলেও এতদিন কেউ কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ আনতে সাহস পাননি। সিনিয়রদের ভয়-সহ আরও নানা কারণে অনেকেই মুখ বুজে অত্যাচার সহ্য করতে বাধ্য হয়েছেন ৷ তবে এবার রুখে দাঁড়ালেন প্রথম বর্ষের দুই পড়ুয়া ৷


