আজ সকাল দশটায় শেষ হয়েছে কমিশনের দেওয়া সময়সীমা। শনিবার পুর প্রশাসক পদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের সরানোর নির্দেশ দেয় কমিশন। পরিষেবা চালাতে সরকারি আধিকারিকদের দায়িত্ব দেওয়ার কথা বলা হয়। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আজ অ্যাডমিনিস্ট্রেটর পদে সরকারি আধিকারিকদের বসানো হয়েছে ইতিমধ্যেই। আজ কলকাতা পুরসভার দায়িত্ব পেলেন খলিল আহমেদ, বিধাননগর পুরসভায় দেবাশিস ঘোষ, আসানসোল নিতীন সিংঘানিয়া শিলিগুড়ি সুরেন্দ্র গুপ্তা, চন্দননগর স্বপন কুন্ডু, হাওড়া অভিষেক ত্রিপাঠী।


