কলকাতা

আপাতত অফিস টাইমে ২০০টি লোকাল ট্রেন চলবে, আগামীকাল বিকাল ৪টে ফের রেলের সঙ্গে বৈঠকে রাজ্য

SOP মেনে বেশি ট্রেন চালানোর সিদ্ধান্ত

সূত্রের খবর, আপাতত অফিস টাইমে ২০০টি লোকাল ট্রেন চলবে। হাওড়া-শিয়ালদহ মিলিয়েই আনুমানিক এই ২০০টি ট্রেন চলবে বলে জানা গিয়েছে।  আজ, বুধবার লোকাল ট্রেন চালানো নিয়ে রাজ্য-রেল বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। দিনের বাকি সময়টায় কতগুলি ট্রেন চলবে তা ঠিক করবে রেল।  তা ঠিক করার জন্য এই মুহূর্তে রোজ কত মানুষ কলকাতামূখী হন তা নিয়ে আলোচনা চলছে।  চূড়ান্ত সমাধান সূত্র না মিললেও আজকের বৈঠকে আলোচনা বেশ খানিকটা এগিয়েছে বলে জানা গিয়েছে । SOP-তে জোর দিতে বলা হয়েছে । বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, ১০ থেকে ১৫ শতাংশ নয়, আরও বেশি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।আগামীকাল নবান্নে ফের রেলের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য।  আগামীকাল বিকাল ৪টার সময় এই বৈঠক হবে।