মণিপুরে প্রায় তিন মাস ধরে চলা জাতি হিংসার জন্য বিজেপি ও আরএসএসকে নিশানা করেছেন রাহুল গান্ধি। বৃহস্পতিবার প্রাক্তন কংগ্রেস সভাপতি কটাক্ষের সুরে বলেন, ‘ক্ষমতায় থাকার জন্য বিজেপি-আরএসএস যা খুশি তাই করতে পারে। মানুষের দুঃখ-যন্ত্রণা নিয়ে মোটেও ভাবিত নয়। ক্ষমতার জন্য মণিপুরে আগুন লাগিয়েছে। গোটা দেশকে পুড়িয়ে দেবে।’ বৃহস্পতিবার যুব কংগ্রেসের এক কর্মসূচিতে ভার্চুয়ালি ভাষণ দেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। মণিপুর কাণ্ড নিয়ে সঙ্ঘ পরিবার ও বিজেপিকে নিশানা করে বলেন, ‘বিজেপি-আরএসএস শুধু ক্ষমতা চায়। ক্ষমতার জন্য যা খুশি তাই করতে পারে। ক্ষমতার জন্য মণিপুরকে জ্বালাচ্ছে। ক্ষমতার জন্য গোটা দেশে আগুন লাগাবে। দেশের দুঃখ আর যন্ত্রণাকে তোয়াক্কা করছে না। দেশের কোনও প্রান্তে কোনও মানুষ আঘাত পেলে আপনারা যন্ত্রণাবিদ্ধ হন। কষ্ট পান। কিন্তু আরএসএস-বিজেপির নেতাদের কষ্ট পাওয়ার কোনও ব্যাপার নেই। দেশকে ভাগ করার কাজেই ব্যস্ত তাঁরা।’ এখানেই থামেননি ওয়ানাডের প্রাক্তন সাংসদ। মোদি সরকারের বিরুদ্ধে দেশকে বেচে দেওয়ার অভিযোগ তুলে বলেন, ‘হরিয়ানা হোক কিংবা উত্তরপ্রদেশ-যেখানে যা সরকারি সম্পত্তি রয়েছে তা বেচে দেওয়ার কাজে নেমে পড়েছে বিজেপি সরকার। এদের একটাই লক্ষ্য, দেশকে বেচে দেওয়া।’ বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হয়ে রাস্তায় নেমে আন্দোলন করারও ডাক দিয়েছেন রাহুল।