দেশ

চার্টার্ড বিমানে ১৫ অক্টোবর থেকে, আর সাধারণ বিমানে আসা বিদেশি পর্যটকদের ১৫ নভেম্বর থেকে ভিসা দেওয়া হবে, জানাল কেন্দ্র

চার্টার্ড বিমানে ১৫ অক্টোবর থেকে, আর সাধারণ বিমানে আসা বিদেশি পর্যটকদের ১৫ নভেম্বর থেকে ভিসা দেওয়া হবে বলে জানাল কেন্দ্র। বৃহস্পতিবার সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, বিদেশি পর্যটকরা দেশে ঢোকার পর কী কী কোভিডবিধি মেনে চলবেন, তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, করোনা সংক্রমণ বাড়তে থাকায় এক বছরেরও বেশি সময় ধরে পর্যটকদের ভিসা সাসপেন্ড করে রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বহু রাজ্য সরকারের তরফেই দাবি করা হচ্ছে, বিদেশি পর্যটকদের উপর নিষেধাজ্ঞা থাকায় পর্যটন ব্যবসার বিপুল ক্ষতি হচ্ছে। তাই বিদেশি পর্যটকদের আহ্বান জানাতে এই বিধিনিষেধ কিছুটা শিথিল করা হচ্ছে বলে জানানো হয়েছে। আগামী দিনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, বিদেশ মন্ত্রক, অসামরিক বিমান মন্ত্রক, পর্যটন মন্ত্রক এবং সবক’টি রাজ্যের সঙ্গে আলোচনা করেই বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।