জেলা

দাবানলের গ্রাসে দার্জিলিং জেলার একাধিক জঙ্গল, উদ্বিগ্ন বন দফতর

সোমবার রাত থেকে দার্জিলিং জেলার একাধিক জঙ্গলে দাবানলের ঘটনা । ধোঁয়ায় ঢেকে যায় গোটা পাহাড় । এতে একদিকে যেমন চিন্তিত পাহাড়বাসী । অন্যদিকে, বন্যপ্রাণ নিয়ে ব্যাপক চিন্তায় বন দফতর । মঙ্গলবার দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি । তবে আগুন নেভানোর কাজে নেমেছে দমকল ও বন দফতর । বন দফতর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং জেলার পাহাড়ে পুলবাজার বিজনবাড়ি ব্লকের মেগিটার জঙ্গলে ভয়াবহ আগুন ধরে যায় । খবর পেয়ে সেখানে পৌঁছয় দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনের আধিকারিকরা । দার্জিলিং থেকে দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে । মেগিটারের খুব কাছেই জনবসতি থাকায় সেখানকার মানুষদের ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বন দফতরের তরফে । অন্যদিকে, মঙ্গলবার সকালে আবার কার্শিয়াং বন বিভাগের কলাবাড়ি জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটে । খবর পেয়ে সেখানে পৌঁছয় মাটিগাড়া দমকল কেন্দ্র থেকে তিনটি ইঞ্জিন ৷ প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । পাশাপাশি এদিনই আবার কার্শিয়াং বন বিভাগের অধীন মহানদী ও লঙভিউ চা বাগান এলাকায় দাবানলের ঘটনা ঘটে । এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় লঙভিউ চা বাগান ৷ বাগানের বহু চা গাছ পুড়ে গিয়েছে । মহানদী চা বাগানের ক্ষেত্রেও চা বাগান সংলগ্ন এলাকায় একইভাবে আগুন লাগার ঘটনা ঘটে । খবর পেয়ে মাটিগাড়া দমকল কেন্দ্র থেকে দুটি, শিলিগুড়ি থেকে দুটি ও কার্শিয়াং থেকে দুটো মোট ছয়টি দমকল আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে ।