জ্যোর্তিময় দত্ত, কলকাতা: আমফানে দুর্নীতি বরদাস্ত করা হবে না ৷ সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে আমফান নিয়ে সব দলের প্রতিনিধিদের নিয়ে বিশেষ কমিটি গঠনের কথাও জানান তিনি ৷ করোনা পরিস্থিতি নিয়েও একাধিক ঘোষণা করেন তিনি ৷ করোনা পরিস্থিতিতে বাংলায় ফের লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ৩০ জুন পর্যন্ত সারা দেশে লকডাউন চলবে। কিন্তু বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের পরে আরও এক মাস লকডাউনের কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে লকডাউন জারি থাকবে বলে বুধবার জানালেন মুখ্যমন্ত্রী। চলবে না লোকাল ও মেট্রো। এদিন নবান্নে সর্বদল বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘লকডাউন আরও একটু বাড়ানো হল। করোনা যাতে ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে’। এদিন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘যেহেতু সারা দেশে করোনা বাড়ছে, আমরা যদি একটু করোনা সংক্রমণ কমিয়ে দেশকে সাহায্য করতে পারি। তাই কিছু ছাড় দিয়ে লকডাউন বাড়াচ্ছি। উচ্চমাধ্যমিকের যে ৩টে পরীক্ষা বাকি আছে। সামাজিক দূরত্ব বজায় রেখে তা কীভাবে করা হবে, সেটা দেখে নেওয়া হবে’। তবে পরীক্ষা সূচি মেনেই জুলাই মাসে উচ্চমাধ্যমিকের বাকি তিন পরীক্ষা হবে। এদিকে, ৩১ জুলাই পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার কথা আগেই জানানো হয়েছে। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, ” সর্বদল বৈঠকে লকডাউন নিয়ে আলোচনা হয়েছে। সবাই যে এ নিয়ে একমত তা নন। কেউ বলেছেন ১৫ দিন বাড়ান, কেউ বলেছেন আলাদা মতামত রয়েছে”। বৈঠক শেষে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, ‘লকডাউন বাড়ানো হোক চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউন বাড়ানো নিয়ে ভিন্নমত হয়েছে। প্রস্তুতি না নিয়ে ৪ ঘণ্টার মধ্যে লকডাউন ঘোষণা করা হয়। আমাদের সঙ্গে কথা না বলেই আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল’।
সর্বদলীয় বৈঠকের পর কী কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী –
🔴আমফান মোকাবিলায় বিশেষ কমিটি গঠন
🔴কমিটিতে সব দলের প্রতিনিধিদের স্থান দেওয়া হবে
🔴আমফানে দুর্নীতি বরদাস্ত করা হবে না
🔴যাঁরা আমফানের ত্রাণ থেকে বঞ্চিত হয়েছে তাঁরা বিডিও-র দ্বারস্থ হতে পারবেন
🔴আমফানের ত্রাণের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করা যাবে না
🔴গরিব মানুষকে বঞ্চনা নয়
🔴যাঁরা তালিকা তৈরি করছেন তাঁদের সজাগ থাকার পরামর্শ
🔴যাঁদের নাম বাদ গেছে তাঁদের নাম তালিকাভুক্ত করার নির্দেশ
🔴আমফানের ত্রাণের টাকা যেন সবাই পান সেদিকে নজর রাখতে হবে
🔴প্রকৃত ক্ষতিগ্রস্তরাই যেন টাকা পান
🔴করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ গুরুত্ব
🔴নমুনা পরীক্ষার উপর জোর দেওয়ার সিদ্ধান্ত
🔴তিন কোটি মাস্কের অর্ডার
🔴বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক থাকার নির্দেশ
🔴রোগীদের হাসপাতাল থেকে যেন ফিরিয়ে দেওয়া না হয় সেদিকে নজর রাখতে বলে
🔴বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশ
🔴করোনার পাশাপাশি রোগীর অন্য কোনও রোগ থাকলে সেটাকে প্রাধান্য দিতে হবে
এছাড়াওএকাধিক পদক্ষেপের কথা জানান তিনি৷