প্রয়াত হলেন হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং৷ আজ ভোরে সিমলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে এই বর্ষীয়ান কংগ্রেস নেতার বয়স হয়েছিল ৮৭ বছর ৷ গত ১৩ এপ্রিল করোনায় আক্রান্ত হন বীরভদ্র ৷ মোহালির ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ কয়েকদিন আগেই তাঁকে ইন্দিরা গান্ধি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ৷ তারপর থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন ৷ হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট জনক রাজ সংবাদমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি ৷ চিকিৎসা চলছিল ৷ এদিন ভোরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ৷


