দেশ

যোগদানের একমাসের মধ্যেই তৃণমূল ছাড়লেন গোয়ার প্রাক্তন বিধায়ক অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যাপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন ৷ তারিখটা ছিল ২১ ডিসেম্বর ৷ কিন্তু একমাসও গড়াল না ৷ গোয়া বিধানসভা ভোটের আগে তৃণমূলকে জোর ধাক্কা দিয়ে ঘাসফুল ছাড়লেন গোয়ার প্রাক্তন বিধায়ক অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো ৷ আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি ৷ যদিও চিঠিতে দল ছাড়ার কোনও কারণ উল্লেখ করেননি লৌরিনকো ৷ তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন লোকসভার সাংসদ তথা গোয়ায় তৃণমূলের ইনচার্জ মহুয়া মৈত্র ৷ বলেছেন, “দলের প্রাথমিক সদস্যপদ থেকে অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকোর ইস্তফাপত্র আমরা পেয়েছি ৷ আরও পাঁচজনের মতো তাঁকেও একদিন আমরা দলে স্বাগত জানিয়েছিলাম ৷ এখন তিনি দল ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন ৷ তাঁকে আমরা শুভেচ্ছা জানাই ৷”