অবশেষে যৌন নির্যাতনের মামলা থেকে রেহাই মিলল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈর। এই অভিযোগের পিছনে বড়সড় ‘ষড়যন্ত্র’ থাকতে পারে বলেও মনে করছে আদালত। তাই এই বিষয়ে আর তদন্তের প্রয়োজন নেই বলে মনে করছে শীর্ষ আদালত। এদিকে সুপ্রিম কোর্টের এই রায়ের পরেই তীব্র আলোড়ন তৈরি হয়েছে বিভিন্ন মহলে। এদিকে এই অভিযোগ সামনে আসার পরে স্বতঃপ্রণোদিত হয়ে যে মামলা চালু করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এবার সুপ্রিম কোর্টেই বন্ধ হল সেই মামলা। মূল শুনানির আগে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তিন সদস্যের প্যানেলও সমস্ত অভিযোগ খতিয়ে দেখেছে বলে জানা যাচ্ছে। তারপরেই সেই অভিযোগ থেকে মুক্ত করা হয়েছে রঞ্জন গগৈকে। এমনকী বিচারকরা এও জানিয়েছেন যে অবসরপ্রাপ্ত বিচারপতি পাটনায়েকের প্যানেল কোনও ইলেকট্রনিক রেকর্ড খুঁজে পায়নি ষড়যন্ত্রের বিষয়টি তদন্ত করে দেখার জন্য।