বৃষ্টি শেঠ, কলকাতা: প্রয়াত কৃষ্ণনগর উত্তরের তৃণমূল বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী অবনী মোহন জোয়ার্দার। শুক্রবার ভোরে সল্টলেকের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।২০১৭ সালে অসুস্থতার কারণে অবনীমোহন মন্ত্রী পদে বহাল থাকলেও দফতরের ভারপ্রাপ্ত হন নদিয়ার নেতা উজ্জ্বল বিশ্বাস। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অবনী মোহনের উল্লেখযোগ্য পরিচিতি ছিল রাজ্য রাজনীতিতে। অসুস্থতার কারণেই তাঁর কার্যকলাপ ক্রমশ ম্লান হয়ে যায়।