কলকাতা

প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী৷ বাম আমলে দীর্ঘদিন রাজ্যের কারা এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি৷ আজ সকাল ৬.৪০ মিনিটে এসএসকেএম হাসপাতালে ৮৩ বছর বয়সে মৃত্যু হয় তাঁর৷ দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷ কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে বিশ্বনাথ চৌধুরীর ক্যানসারের চিকিৎসা চলছিল৷ কিন্তু ব্যয়বহুল চিকিৎসার খরচ টানা সম্ভব হচ্ছিল না তাঁর পরিবারের পক্ষে৷ এই খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বিশ্বনাথবাবুকে এসএসকেএম হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দেন৷ গত ১৬ জুলাই তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়৷ বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণের খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণে আমি দু:খিত। উনি আমার বিরোধী রাজনীতি করলেও, আমাদের সম্পর্ক খুব ভাল ছিল। ওঁনার অসুস্থতার খবর পেয়ে আমরা ওঁনাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। কিন্তু কোনও প্রচেষ্টাই কাজে এল না।এই দু:খের দিনে আমি ওঁনার পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, সহকর্মীদের আমার আন্তরিক সহমর্মিতা জানাই।প্রাক্তন মন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রাজ্য সরকারী যে যে অফিস, কর্পোরেশন ইত্যাদি খোলা ররেছে সেখানে অর্ধদিবস ছুটি থাকবে।’