দেশ

গোয়া তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক ভিক্টর গনসালভেস

আজ প্রাক্তন বিধায়ক এবং গোয়া প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক শ্রী ভিক্টর গনসালভেস যোগ দিয়েছেন তৃণমূলে। লোকসভার সাংসদ এবং এআইটিসি গোয়ার ইনচার্জ মহুয়া মৈত্রর, উপস্থিতিতে দলে যোগদান করেন তিনি। যোগদানের সময়ে পানাজিতে পার্টি অফিসে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ এবং এআইটিসি গোয়ার সহ-ইনচার্জ সুস্মিতা দেব এবং এআইটিসি মিডিয়া ইনচার্জ ওম প্রকাশ মিশ্র । যোগদানের পরে, ভিক্টর গনসালভেস বলেন, “আমি কংগ্রেস ছেড়েছি কারণ গোয়াতে দলের কোনও ভবিষ্যত নেই। আমি টিএমসি-তে যোগ দিয়েছি কারণ আমি বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র শক্তিশালী নেতা যিনি নরেন্দ্র মোদিকে পরাজিত করতে পারেন। তিনি এককভাবে বাংলায় বিজেপির উত্থ্বান থামিয়ে দিয়েছেন।”