প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল সিং ৷ আজ ভোরে কলকাতায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ বয়স হয়েছিল ৭৮ বছর ৷ প্রাক্তন আইপিএস রচপাল সিং২০১১ সালে হুগলির তারকেশ্বর কেন্দ্রে বিধায়ক নির্বাচিত হন ৷ তিনি রাজ্যের পর্যটন দফতর ও পরিকল্পনা দফতরের মন্ত্রী ছিলেন ৷ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন ৷ রচপাল সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও প্রশাসনিক জগতে শূন্যতার সৃষ্টি হল ৷ আমি রচপাল সিংয়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি ৷”


