কলকাতা পুজো

হাইকোর্টে রিট পিটিশন ফাইল করছে ‘ফোরাম ফর দুর্গোৎসব’

কলকাতাঃ সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুজো মামলার রায় দিয়েছে। তাতে রাজ্যের সমস্ত পুজো মণ্ডপকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে আদালত। এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মঙ্গলবার রিট পিটিশন ফাইল করতে চলেছে ‘ফোরাম ফর দুর্গোৎসব’। কলকাতার পুজো কমিটিগুলির কেন্দ্রীয় সংগঠন ফোরামের সাধারণ সম্পাদক শাশ্বত বসু বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে। আমরা রিট পিটিশন ফাইল করব।’ অর্থাত্‍ রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হবে।’ প্রসঙ্গত,রায় ঘোষণার পর সোমবার বিকেলে কলকাতার প্রায় এক ডজন পুজো উদ্যোক্তাদের সঙ্গে। প্রায় সব বড় পুজোর উদ্যোক্তারাই বলেছিলেন আদালতের নির্দেশ মেনেই পুজো করবেন। কিন্তু রাতেই জানা গেল ফের আদালতে যাচ্ছে ‘ফোরাম ফর দুর্গোৎসব’।  এদিকে, কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানানোর বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি, প্রশাসনের তরফে এমনটাই জানান হয়েছে। রাজ্য প্রশাসনের এক উচ্চপদস্ত আধিকারিক বলেন, ‘আমরা এখনও হাইকোর্টের আদেশ হাতে পাইনি। আদেশ পাওয়ার পর আমরা এটি বিবেচনা করব এবং তারপরে আমরা সিদ্ধান্ত নেব। তবে এই আদেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানান হবে সরকারের তরফে এ জাতীয় কোনও আলোচনা হয়নি।’