কলকাতা

‘আরজি কর কাণ্ডের সাথে জড়াবেন না দুর্গাপুজোকে’, রাজ্যবাসীর কাছে আবেদন ফোরাম ফর দুর্গোৎসবের

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য, গোটা দেশ। এই আবহে রাজ্য সরকারের থেকে পাওয়া দুর্গাপুজোর অনুদান ফিরিয়ে দিচ্ছে দু-একটি পুজো কমিটি। সোশ্যাল মিডিয়াতেও দাবি উঠেছে, এবছর দুর্গাপুজো যেন নিয়মরক্ষার জন্যে পালন করা হয়, উৎসব যেন না হয়। অনেকেরই দাবি, পুজো আসবে, আর আরজি কর কাণ্ডে বিচারের দাবি ভুলে যাবে মানুষ। পাশাপাশি আরজি কর কাণ্ডের সঙ্গে দুর্গাপুজোর এই ‘যোগ’ অবশ্য ভাবাচ্ছে অনেককে। কারণ পুজোর মাধ্যমে অনেকে পেট চলে। এই আবহে সেই যুক্তি দাঁড় করিয়ে সোশ্যাল মিডিয়াতেও অনেকে সরব হয়েছেন। যারা পুজো ‘বয়কটের’ ডাক দিয়েছেন, তাদের পালটা যুক্তি, আরজি করের এই ঘটনার জন্যে সাধারণ খেটে খাওয়া মানুষে বঞ্চিত করা ঠিক নয়। এই সবের মাঝে সরকারি ৮৫ হাজার টাকার অনুদান নিয়েও ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে ফোরাম ফর দুর্গোৎসবের তরফ থেকে একটি বিবৃতি জারি করে আবেদন করা হয়, আরজি কর কাণ্ডের প্রভাব যাতে দুর্গাপুজোর ওপরে না পড়ে। আর দু’মাস পরেই দুর্গাপুজো। বাঙালির সবচেয়ে বড় উৎসব। তবে বাংলার এক মেয়ের ওপর নৃশংস অত্যাচতারের ফলে অনেকেই উৎসব পালনের বিপক্ষে সুর চড়িয়েছেন।  এর পরিপ্রক্ষিতে ফোরাম ফর দুর্গোৎসব বলে, ‘আরজি কর হাসাপাতালের তরুণী চিকিৎসকের সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে, আমরা তাতে গভীর ভাবে মর্মাহত এবং বিপর্যস্ত। ফোরাম ফর দুর্গোৎসবের দাবি, অবিলম্বে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তবে সকলের কাছে অনুরোধ, দুর্গাপুজোকে তার নিজস্ব ধারায় বইতে দিন। এই নিন্দনীয় ঘটনার সঙ্গে বাঙালির আবেগের দুর্গা পুজোকে জড়িয়ে ফেলবেন না।’