ঢাকা: বুড়িগঙ্গা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবোঝাই ওয়াটার বাস ডুবির ঘটনায় রবিবার গভীর রাত পর্যন্ত চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৫ জন। নিখোঁজদের উদ্ধারে চলছে তল্লাশি অভিযান। তবে জীবিত আসবস্থায় তাঁদের উদ্ধারের আশা ছেড়েছেন উদ্ধারকারীরা। জানা গিয়েছে, রবিবার রাত সোয়া আটটা নাগাদ শ্যামবাজারের লালকুঠি ঘাট থেকে কেরানীগঞ্জের তেলঘাটে যাওয়ার পথে একটি বালি বোঝাই বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী ওয়াটার বাসের ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই যাত্রী বোঝাই ওয়াটার বাসটি ডুবে যায়। ডুবে যাওয়ার সময়ে ওয়াটার বাসটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরে ২৫ জনের মতো যাত্রী তীরে উঠে আসেন। দুর্ঘটনার খবর পেয়েই উদ্দারকার্যে নামে নৌ পুলিশ ও দমকল কর্মীরা। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ডুবুরিও নামানো হয়। রাত হওয়ায় উদ্ধারকার্যে হিমশিম খান ডুবুরি ও উদ্ধারকারীরা। আট জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন তারা। রাতের দিকে চারজনের নিথর দেহ উদ্ধার করা হয়।