মহারাষ্ট্রের নাসিকে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চারজনের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। শুক্রবার ঘটনাটি ঘটেছে। নিহত চার জন পরস্পরের বন্ধু বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় উত্তর মহারাষ্ট্রের নাসিক জেলার ডিন্ডোরি তালুকে একটি জিপের সঙ্গে একটি চার চাকা গাড়ির সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। নয়জন আহত হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে ভানি-সাপুতারা মহাসড়কের খোরি ফাটার কাছে। চার চাকার গাড়িটি সাপুতারা থেকে ভানির দিকে যাচ্ছিল, সেই সময় উল্টো দিক থেকে জিপটি আসছিল। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আরেকজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ জানিয়েছে নিহতদের নাম যথাক্রমে, বিনায়ক গোবিন্দ ক্ষীরসাগর (৩৭), যোগেশ দিলীপ ওয়াঘ (১৮), যতীন অনিল ফাওদে (২৩) এবং রবীন্দ্র মতিরাম চভান (২২), সকলেই ভানির মোথা কলিওয়াড়ার বাসিন্দা৷ দুর্ঘটনার ফলে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য নাসিক জেলা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।