শীতের দাপটে ফের ঠাণ্ডায় কাঁপতে শুরু করেছে বঙ্গবাসী। এবার আবার রাজ্যজুড়ে শৈত্য প্রবাহের সতর্কতা। এমনকী শহর কলকাতাতেও পর্যন্ত সেই পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরেও হিমশীতল হাওয়ার দাপট অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ন্যদিকে, উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারেও চোখে পড়ছে ঘন কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের জেলাগুলির মতই মালদা, দুই দিনাজপুর ও আলিপুরদুয়ারে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাংলার ১৬টি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি। এরই মাঝে উত্তরের ৪ জেলায় অতি ঘন কুয়াশায় নাজেহাল মানুষ। দক্ষিণবঙ্গের ১২টি জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা। কলকাতাতেই একধাক্কায় তাপমাত্রার পারদ নেমেছে ৪ ডিগ্রি। অন্যদিকে, চলতি সপ্তাহের শেষের দিকেই সিকিম, দার্জিলিং-সহ গোটা পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হতে পারে তুষারপাতও। হাওয়া অফিস সূত্রে এমনটাই জানা গিয়েছে। উত্তরের মালদা এবং দুই দিনাজপুর ও কোচবিহারে ঘন কুয়াশার দাপট রয়েছে।


