শীতের গভীর রাতে কমে গিয়েছিল দৃশ্যমানতা। তার মধ্যে দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়েই ঘটল বিপর্যায়। ৩ যাত্রী সমেত গাড়ি গিয়ে ধাক্কা মারল রাস্তার পাশে থাকা বাড়িতে। দুর্ঘটনার জেরে গাড়ি গেল দুমড়ে মুচড়ে। আর তাতেই মারা গেলে এক দম্পতি সহ ৪জন। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের মালদা জেলার সদর মহকুমার পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রামপঞ্চায়েতের মহামায়াতলা এলাকায় মালদা-নালগোলা রাজ্য সড়কের ওপরে। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারাই এগিয়ে আসেন উদ্ধারের কাজে। কিন্তু গাড়িটি কার্যত দুমড়ে মুচড়ে যাওয়ায় তাঁরা গাড়ি থেকে হতাহতদের বার করতে পারেননি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্যাস কাটার মেশিন দিয়ে গাড়িটির দরজা কেটে হতাহতের বের করে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মারা যান ৩জন। ১জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও সেখানেই তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে যে ৪জন মারা গিয়েছেন তাঁদের মধ্যে দেবাশিস মন্ডল ওরফে চন্দন(২৪) ছিলেন গাড়ির চালক। যাত্রী হিসাবে গাড়িতে ছিলেন অনিক দাস(২৩) ও তার স্ত্রী নেহা দাস(২২) এবং সুব্রত শেঠ(২৫)। তাঁদের প্রত্যেকের বাড়ি মালদার হবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। রবিবার গভীর রাতে তাঁরা কোথায় যাচ্ছিলেন আর কীভাবেই বা গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, এখন সেটাই খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কুয়াশামোড়া রাস্তায় দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়েই বাঁকের মুখে দুর্ঘটনা ঘটেছে।