ফের বিতর্কে রাফাল! ভারত ও ফ্রান্সের মধ্যে ৫৯ হাজার কোটি টাকার এই অত্যাধুনিক এয়ারক্র্যাফট চুক্তি নিয়ে একাধিকবার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মামলা পৌঁছেছিল সুপ্রিম কোর্টেও। কিন্তু, এবার এই ইস্যুতে মোদি সরকারকে অস্বস্তিতে ফেলল খোদ ফ্রান্সের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ফিনান্সিয়াল প্রসিকিউটর দপ্তর। ‘রাফাল এয়ারক্র্যাফট ডিল’-এর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের তদন্ত অবশেষে শুরু করেছে তারা। এই তদন্ত কমিটির প্রধান নিযুক্ত হয়েছেন এক বিচারপতি। সেদেশের এক স্বেচ্ছাসেবী সংস্থার দায়ের করা অভিযোগের ভিত্তিতে গত জুন মাসের মাঝামাঝি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৪ জুন কাজ শুরু করে ওই কমিটি। ফ্রান্সের সংবাদ সংস্থা ‘মিডিয়াপার্ট’ এই তথ্য ফাঁস করেছে, যা নিয়ে ফের আলোড়ন রাজনৈতিক মহলে।