যেসব করোনা রোগীদের শরীরে কোনও উপসর্গ নেই বা মৃদু উপসর্গ রয়েছে তাঁদের জন্য এবার অভিনব সেফ হোমের ব্যবস্থা করল রাজ্য সরকার । ICMR-এর বিধি অনুযায়ী, এই ধরনের উপসর্গহীন বা মৃদু উপসর্গযুক্ত কোরোনা আক্রান্তরা হাসপাতালে না থেকে বাড়িতেই হোম কোয়ারানটিনে থাকতে পারেন । এই করোনা রোগীদের জন্যই এবার উদ্যোগী হল রাজ্য সরকার । যেসব উপসর্গহীন কোরোনা আক্রান্তদের বাড়িতে সেভাবে আইসোলেশনে থাকার সুবিধা নেই তাঁদের কথা মাথায় রেখেই এই সেফ হোমের ভাবনা রাজ্য সরকারের । এক একটি সেফ হোম হল এক একটি আইসোলেশন কেন্দ্র । থাকবে থাকা খাওয়ার বন্দোবস্তও । প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থাও থাকবে সেফ হোমগুলিতে । সেফ হোমগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে কোরোনা হাসপাতালগুলির । এর ফলে কোনও জরুরিকালীন পরিস্থিতিতে রোগীকে সহজে সঙ্গে সঙ্গে হাসপাতালে স্থানান্তরিত করা যাবে । রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে করা এক টুইটে জানানো হয়েছে, রাজ্যে এই মুহূর্তে ১০৬টি সেফ হোম রয়েছে । সেগুলিতে মোট বেড রয়েছে ৬ হাজার ৯০৮টি । সবথেকে বড় বিষয় হল, এখানে থাকতে হলে কোনও টাকা দিতে হবে না রোগীকে । সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দেবে রাজ্য সরকার ।