কলকাতা

​’সন্ত্রাসবাদীদের দলের থেকে, এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না’, বিজেপির গুণ্ডামি নিয়ে কটাক্ষ ফিরহাদ হাকিমের

কলকাতাঃ নবান্ন অভিযানের মতো রাজনৈতিক আন্দোলনের নামে বৃহস্পতিবার গেরুয়া গুণ্ডামির সাক্ষী থাকল কলকাতা ও হাওড়া মহানগর। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির পাশাপাশি বোমাবাজির অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এমনকী হাওড়া ময়দানে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের খাসতালুক ভাটপাড়া থেকে আসা এক বিজেপি কর্মীর থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। এদিন দিনভর ধরে গেরুয়া গুণ্ডাদের তাণ্ডবের ছবিকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। গেরুয়া গুণ্ডামি দেখে বিজেপিকে সরাসরি সন্ত্রাসবাদীদের দল হিসেবে কটাক্ষ করেছেন তিনি। রাজ্যের পুরমন্ত্রীর কথায়, ‘বিজেপি কোনও রাজনৈতিক দল নয়। সন্ত্রাসবাদীদের দল। আর সন্ত্রাসবাদীদের দলের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। গুণ্ডামি করে রাজ্যকে অশান্ত করার চেষ্টা চালিয়েছিল সন্ত্রাসবাদীদের দল। পুলিশ তা ব্যর্থ করে দিয়েছে।’ এখানেই থেমে থাকেন নি ফিরহাদ হাকিম। তাঁর দাবি, গুজরাট, দিল্লি, উত্তর প্রদেশের হিংসা ছড়ানোর পর এবার পশ্চিমবঙ্গকে অশান্ত করতে এসেছে বিজেপি। তিনি জানান, বাহুবলীরা এখন বিজেপিতে যোগ দিয়েছে। তারাই এখন বাহুবল প্রদর্শন শুরু করেছে বিজেপি। দিল্লিতে নরেন্দ্র মোদী যা করেছেন এখানেও তাই করার চেষ্টা করছে বিজেপি। বলেন, রাজনৈতিক দলের মিছিল থেকে বোমা ছোড়া যায় না। রাজনৈতিক দলের মিছিলে ঝান্ডা থাকবে, স্লোগান থাকবে। রাজনৈতিক দল তাদের কথা মানুষের সামনে তুলে ধরবে। গণতন্ত্রে মানুষ ঠিক করবে।