জেলা

গরমের মরশুমে ২ মাসের জন্য রোজ খোলা বেঙ্গল সাফারি পার্ক

পর্যটকদের জন্য খুশির খবর ৷ এবার থেকে সপ্তাহের সাতদিনই খোলা থাকবে বেঙ্গল সাফারি পার্ক ৷ তীব্র গরম থেকে রেহাই পেতে পর্যটকদের ঢল নামছে দার্জিলিংয়ে ৷ পাহাড়ে ভিড় জমাচ্ছেন পর্যটকরা ৷ আর বেঙ্গল সাফারি পার্কের প্রতি পর্যটকদের আলাদা টান তো রয়েছেই ৷ এই মরশুমে ১৫ জুন পর্যন্ত বেঙ্গল সাফারি পার্ক প্রতিদিন খোলা থাকবে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ ৷ অর্থাৎ ২ মাসের বেশি সময় নিয়মিত বেঙ্গল সাফারি পার্ক পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ৷নিয়ম অনুযায়ী সাপ্তাহিক রক্ষণাবেক্ষণের জন্য সোমবার করে বন্ধ থাকে পার্ক ৷ কিন্তু গরমের মরশুমে সেই দিনেও খোলা থাকবে ৷ এই বিষয়ে বেঙ্গল সাফারি পার্কের অধিকর্তা কমল সরকার জানিয়েছেন পর্যটনের ভরা মরশুমে পার্ক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ সহকারী অধিকর্তা রাহুল মুখোপাধ্যায় বলেন সপ্তাহে সোমবার করে বন্ধ থাকত পার্ক ৷ এখন সেটাও রাখা হবে না ৷ কারণ অনেক পর্যটকরা এসে ঘুরে যাচ্ছেন ৷ তাঁদের যাতে মন খারাপ না হয় তাই এই সিদ্ধান্ত ৷ চলতি সপ্তাহের সোমবার থেকেই নতুন এই সিদ্ধান্ত কার্যকর করেছে কর্তৃপক্ষ ৷শিলিগুড়ি সংলগ্ন সালুগাড়ার পাশে অবস্থিত এই বেঙ্গল সাফারি পার্ক ৷ এখানে বাঘ ভাল্লুক হরিণ চিতা কুমির ক্যাঙারুসহ নানা বন্যপ্রাণী রয়েছে ৷ পাশাপাশি হাতির পিঠে চড়ে ঘুরতে পারেন পর্যটকরা ৷ অর্থাৎ এলিফ্যান্ট সাফারি র ব্যবস্থা রয়েছে ৷ এছাড়াও রয়েছে দেশবিদেশের নানান পাখি বিভিন্ন রকমের বাহারি রঙের প্রজাপতি নিয়ে একটি আলাদা পার্ক ৷ আর সেখানে বহু দুর্লভ গাছ রয়েছে ৷ তাই দিনভর হুল্লোড় করে কাটানোর জন্য এক আদর্শ জায়গা এই বেঙ্গল সাফারি পার্ক ৷ এই গরমে তাই পর্যটকরা বেঙ্গল সাফারি পার্কে ভিড় করছেন সেই সব দৃশ্য উপভোগ করার জন্য ৷আরও পড়ুন দার্জিলিঙের চিড়িয়াখানায় দেখা মিলবে সাইবেরিয়ার বাঘের থাকছে আরও চমকএই প্রসঙ্গে পার্কের অধিকর্তা কমল সরকার বলেন আমরা সপ্তাহে একদিন সোমবার পার্ক বন্ধ রাখতাম ৷ কিন্তু যেভাবে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে ৷ সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি পার্ক আর বন্ধ রাখা যাবে না ৷ কারণ বোর্ডের পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় সকলেই এখন ছুটির মেজাজে রয়েছে ৷ এরপর আবার বিদ্যালয়গুলিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে ৷ তাই পার্ক খোলাই থাকবে ৷ তবে এর মধ্যেই আমাদের কর্মীরা জীবজন্তুর খাঁচা পরিষ্কার করে দিচ্ছেন ৷ প্রসঙ্গত পার্কের আকর্ষণ বাড়াতে আগামীতে সিংহ জিরাফ জেব্রা জলহস্তির মতো নতুন প্রাণী আনার পরিকল্পনা নিয়েছে রাজ্য বন দফতরের ৷ ইতিমধ্যে কেন্দ্রীয় জুঅথরিটির কাছে অনুমতি চেয়ে চিঠিও পাঠিয়েছে বন দফতর ৷”