পাঁচ রাজ্যে ভোট মিটতেই টানা চারদিন বাড়ল পেট্রোপণ্যের দাম। শুক্রবার নয়া রেকর্ড গড়ল পেট্রল-ডিজেলের মূল্য। এদিন দেশের রাজধানী দিল্লিতে জ্বালানি পেট্রলের দাম বাড়ল লিটার প্রতি ২৮ পয়সা, ডিজেল ৩১ পয়সা। দিল্লিতে শুক্রবার পেট্রলের দাম বেড়ে হল ৯১.২৭ পয়সা লিটার, ডিজেলের দাম বেড়ে হল ৮১.৭৩ টাকা প্রতি লিটার। দাম রেকর্ড ছুঁল দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে। সেঞ্চুরির দোরগোড়ায় পেট্রলের দাম, লিটার প্রতি ৯৭.৬১ টাকা। ডিজেল লিটার প্রতি ৮৮.৮২ পয়সা। এদিনের তালিকাতে দেখা যাচ্ছে. দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পাটনা, লখনউ-সহ একাধিক শহরে ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। রাজস্থানের শ্রী গঙ্গানগর এবং মধ্যপ্রদেশের অনুপপুরে একশো ছাড়িয়েছে পেট্রলের দাম। ডিজেলের দামও প্রায় সেঞ্চুরির কাছাকাছি।