কলকাতা

Gangasagar Air Ambulance : সাগর স্নানে গিয়ে অসুস্থ ২ পুণ্যার্থী, এয়ারলিফ্ট করে আনা হল কলকাতায়

গঙ্গাসাগর মেলার সূচনা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই গঙ্গা সাগরে বাড়ছে ভিড় । জেলা, রাজ্য থেকে হাজির লাখ লাখ পুণ্যার্থী। তার মাঝেই বিপত্তি, তীর্থযাত্রায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন ২ পুণ্যার্থী। গঙ্গাসাগর স্নানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ৫৫ বছরের সুমিত্রা দেবী। গঙ্গাসাগর কতৃপক্ষর সূত্রে খবর, তাঁর স্ট্রোক হয়েছে। অন্যদিকে শুক্রবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন দুর্গাপুরের বাসিন্দা, ৪২ বছরের স্বপ্না মুখার্জি । সোডিয়াম ও গ্লুকোজের তারতম্য ঘটার ফলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এয়ারলিফটে করে দুজনকেই গঙ্গাসাগর থেকে কলকাতায় নিয়ে আসা হয়। সেখান থেকে ভর্তি করানো হয়েছে এম আর বাঙুর হাসপাতালে। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। দুজনেরই অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।