গড়িয়ার আদর্শনগরে বাড়ি থেকে উদ্ধার দম্পতির দেহ। স্বামী তরুণ দাস (৪৫), স্ত্রী আশা দাস (৩৫) দু’জনকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, বিগত ছ’মাস ধরে গুরুপদ মণ্ডলের বাড়িতে ভাড়া থাকছিলেন তাঁরা। দু’জনেই কাজ করতেন। দম্পতির দুই সন্তান, এক ছেলে এবং এক মেয়ে। জানা গিয়েছে, বুধবার দুপুরে কাজ থেকে ফেরেন দু’জনে। তারপর থেকে হাসি-খুশি ছিলেন। প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন, ইয়ার্কি, আড্ডাও মারেন। এ পর্যন্ত সব ঠিকই ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এ দিন প্রথম তাঁদের ঝুলন্ত অবস্থায় দেখেন বোনের ছেলে। গামছার সাহাজ্যে দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছিলেন। স্ত্রীর দেহ খাটে শোয়ানো অবস্থায় ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্ত্রীর গলায় দাগ ছিল। গাল দিয়েও রক্ত বেরিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন তিনি। কি কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
