জেলা

দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ ৫ শ্রমিক

ফের দুর্ঘটনা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। এবার বিষাক্ত গ্যাস লিকের জেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল ৫ শ্রমিককে। ঘটনাটি ঘটেছে, গতকাল রাতে। জানা গিয়েছে, আচমকাই প্ল্যান্টের একটি ব্লাস্ট ফারনেস থেকে বিষাক্ত গ্যাস নির্গত হতে থাকে। সেই সময় কারখানায় একাধিক শ্রমিক কর্মরত ছিলেন। গ্যাস বেরোচ্ছে বুঝতে পেরে অনেকে নিরাপদে সরে গেলেও কয়েকজন বিষাক্ত গ্যাসের কবলে পড়েন। বিষাক্ত গ্যাস শরীরে প্রবেশ করে পাঁচজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে দুজন স্থায়ী শ্রমিক ও তিনজন অস্থায়ী শ্রমিক বলে খবর। এদের সবাইকে ডিএসপি মেইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, এবারেই ডিএসপিতে বিষাক্ত গ্যাস লিক প্রথম নয়। ২ বছর আগেও কারখানায় বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস লিক করে মৃত্যু হয়েছিল ৩ জন শ্রমিকের। বারবার এই ধরণের দুর্ঘটনা ঘটনায় কারখানায় শ্রমিক ও কর্মচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।