আজ সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ গুজরাতের গান্ধীনগরের কালোল শহরের পঞ্চবতী সোসাইটিতে ওএনজিসি-র গ্যাস পাইপলাইন বিস্ফোরণ হয়।বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে দু’টি বাড়ি। বাড়ি ভেঙে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ২জনের এবং একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গান্ধীনগরের কালোল শহরের পঞ্চবতী সোসাইটিতে। গান্ধীনগর রেঞ্জ-এর আইজিপি অভয় চুদাসামা জানিয়েছেন, ‘মঙ্গলবার সকালে কালোল শহরে ওএনজিসি-র গ্যাস পাইপলাইনে তীব্র বিস্ফোরণ হয়। গ্যাস লিকেজের কারণে পাইপলাইনে জোরালো বিস্ফোরণ হয়। ‘ তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে পঞ্চবতী সোসাইটি। ওই এলাকা থেকে গিয়েছে ওএনজিসি এবং গুজরাট গ্যাসের পাইপলাইন। বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়।