পিছিয়ে গেল কুস্তি ফেডারেশনের নির্বাচন। যার অর্থ, আগামী ১১ জুলাই নির্বাচন হচ্ছে না। নিজেদের দাবি নিয়ে বহুদিন আগেই প্রতিবাদ, আন্দোলনে নেমেছেন দেশের কুস্তিগীররা। ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার দাবি তুলেছেন তাঁরা। এই পরিস্থিতিতে কুস্তিগীরদের দাবি ছিল স্বচ্ছ নির্বাচন। অ্যাড হক কমিটি শেষবার, ২১ জুন জানিয়েছিল আগামী ১১ জুলাই হবে ভোট। তাতে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, কোষাধক্ষ্য, দুই যুগ্ম সচিব এবং পাঁচজন নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় কথা। কিন্তু আপাতত তা হচ্ছে না। আজ গুয়াহাটি হাইকোর্ট এই নির্দেশিকা জারি করেছে। গুয়াহাটির উচ্চ আদালতের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য এই নির্বাচন পিছিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। নির্বাচন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল অসম কুস্তি অ্যাসোসিয়েশন। তাদের দাবি ছিল দেশের কুস্তি ফেডারেশনের নির্বাচনে অংশ নেওয়ার স্বীকৃতি। কারণ, নথিভুক্ত হওয়ার পরেও ডাব্লিউএফআই অসম কুস্তি অ্যাসোসিয়েশনকে অধিভুক্ত সদস্য পদ দেয়নি। এই মামলায় গুয়াহাটি হাইকোর্ট ভারতীয় কুস্তি সংস্থা নির্বাচনের ওপর স্থগিতাদেশ জারি করেছে।