কলকাতা

‘১০ হাজার কোটি টাকার বিনিয়োগ, ২৫ হাজারের বেশি চাকরি’, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা গৌতম আদানির

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বাংলার প্রশংসার সুর শোনা গেল গৌতম আদানির মুখে। একই সঙ্গে রাজ্যে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন তিনি। প্রথমবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিলেন গৌতম আদানি। এর এই মঞ্চ থেকেই পশ্চিমবঙ্গে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং ২০ থেকে ২৫ হাজার চাকরি তৈরি কথা ঘোষণা করেছেন গৌতম আদানি। তিনি জানিয়েছেন আদানি গ্রুপের সেরা ইনফ্রাস্ট্রাকচার এবং টেকনলজি ব্যবহার করা হবে

পশ্চিমবঙ্গের বিনিয়োগে। বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদানের কথা মনে করিয়ে দেন তিনি। গৌতম আদানি বলেন পশ্চিমবঙ্গে তারা স্টেট অফ আর্ট ডেটা সেন্টার, সমুদ্রের তোলার কেবেল, সেন্টার অফ এক্সেলেন্স, ডিজিটাল ইনোভেশন, ফুলফিলমেন্ট সেন্টার, গুদাম এবং লজিস্টিক পাথ সহ আদানি উইলমারের ফরচুন প্রোডাক্ট নিয়ে আসা হবে বলে জানান তিনি।