গৌতম গম্ভীরকে ফেরাল কেকেআর। বিগত কয়েক বছর ধরে আইপিএলে হতশ্রী পারফরম্যান্সের জেরে নাজেহাল কেকেআর কর্তৃপক্ষ। তাই গম্ভীরকেই কলকাতা নাইট রাইডার্সে ফিরিয়ে আনলেন খোদ শাহরুখ খান। অধিনায়ক থাকাকালীন কলকাতাকে দু’বার আইপিএলে ট্রফি এনে দিয়েছিলেন গম্ভীর। এবার তাঁকেই দলের মেন্টর হিসাবে নিয়োগ করা হয়েছে। এর আগে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর পদে ছিলেন তিনি। কেকেআরে ফিরতে পেরে উচ্ছ্বসিত গম্ভীর। তিনি বলেন, ‘আমি আবেগি ব্য়ক্তি নই। খুব কমই জিনিসই আমাকে ভাবায়। তবে কেকেআর আলাদা। এটা সেই জায়গা, যেখান থেকে শুরু হয়েছিল সব। বলতে গিয়ে আমার গলা ধরে আসছে ঠিকই, তবে বুকে আগুনও জ্বলছে। আমার বেগুনি-সোনালি জার্সি গায়ে চাপাব। আমি শুধু কেকেআরেই ফিরছি না। আমি সিটি অফ জয়ে ফিরছি। আমি ফিরে এলাম। আমি ক্ষুধার্ত। আমার নম্বর ২৩। আমি কেকেআর।’ কেকেআর মালিক শাহরুখ খান বলছেন, ‘গৌতম সবসময়ে আমাদের পরিবারের অঙ্গই ছিল। এবারে আমাদের ক্য়াপ্টেন অন্য় অবতারে ফিরছে। ও কেকেআরের মেন্টর। ওকে আমরা প্রচণ্ড মিস করেছি। এবার চন্দু স্য়র ও গৌতমের দিকে আমরা তাকিয়ে থাকব। ওরা দলের মধ্য়ে নেভার-সেই-ডাই স্পিরিটটাই ভরে দেবে। ওদের স্পোর্টসম্য়ানশিপ দলে ম্য়াজিক করবে।’ বিগত ন’বছর কলকাতা ট্রফি পায়নি। দেখা যাক গম্ভীর ট্রফির খরা কাটাতে পারেন কিনা! আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে নিলামযুদ্ধ। বলাই বাহুল্য় গম্ভীর ও পণ্ডিত থাকবেন নিলামের টেবলে। কলকাতা চাইবে বাজেট বুঝে দল গুছিয়ে নিতে।