দেশ

৩টি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করল জার্মানি

 পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করল জার্মানি । শনিবার দেশের তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়েছে সেদেশের সরকার। এদিন তিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে ছয় দশকেরও বেশি সময় ধরে চলা পারমাণবিক যুগের সমাপ্তি হল জার্মানিতে। জার্মানিতে পারমাণবিক শক্তি উৎপাদন ঘিরে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। দেশের নাগরিকদের একটা অংশ এই ব্যবস্থার উপর নির্ভরতা কমানোর জন্য সওয়াল করেছিল। পারমাণবিক বিদ্যুতের ব্যবহার নিয়ে জার্মানির জোট সরকারের মধ্যেও দ্বন্দ্ব ছিল। পরিবেশ আন্দোলনকারী বিভিন্ন সংগঠন গত বছর শেষ তিনটি কেন্দ্র বন্ধের দাবি জানিয়েছিল। তবে জার্মানির উদারপন্থী এফডিপি দল জ্বালানি–সংকট এড়াতে চালু রাখার পক্ষে থাকলেও তাদের দাবি শেষ পর্যন্ত রক্ষিত হল না। প্রসঙ্গত জার্মানিতে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র শুরু হয়েছিল ১৯৬৭ সালে। ৬ মাস আগে পারমাণবিক বিদ্যুৎ থেকে সরে আসার কথা ছিল জার্মানির। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে ওই সময়সীমা বাড়ানো হয়। ২০২২ সালে জার্মানির উৎপাদিত বিদ্যুতের ৬ শতাংশ এসেছিল এই তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে।