কলকাতা

হরিদেবপুরে হৈমন্তী গাঙ্গুলীর ফ্ল্যাটে সিবিআই হানা

বাংলা নববর্ষের প্রথম দিনে হরিদেবপুরে হৈমন্তী গাঙ্গুলীর ফ্ল্যাটে হানা দিল সিবিআই।অন্যান্য আবাসিকদের জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। হৈমন্তীকে কবে শেষ দেখেছেন তারা তা জানতে চান।এন্টারটেনমেন্টের যে ব্যবসা সে শুরু করেছিল সেই বিষয়ে জানার চেষ্টা করা হয়। পাশাপাশি যে সকল নথিপত্র সিড়িতে পড়েছিল সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।ভেতরেই রয়েছে সিবিআই ৪জন আধিকারিক। বন্ধ ফ্ল্যাট খুলে ভেতরে ঢুকে তল্লাশি শুরু করেছে সিবিআই। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় উঠে আসা অপর নাম বিভাস অধিকারীর বৈঠকখানার বাজার সংলগ্ন ফ্ল্যাটে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর ৬ সদস্যের একটি দল শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ফ্লাটে প্রবেশ করে । কিন্তু ফ্ল্যাটের কাছে পৌঁছে সিবিআই অফিসাররা দেখে তালা বন্ধ । দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর আশেপাশের যারা ফ্ল্যাটের বাসিন্দারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করে এই ফ্ল্যাটে কেউ আছে নাকি ।শেষ কখন ফ্লাট খোলা হয়েছিল? কে কে এই ফ্ল্যাটে আসত? কি কি কাজ মূলত এখানে হত? সেইসব প্রশ্ন তাদেরকে করা হয়। বাসিন্দারা সিবিআইকে তাদের মতো করে উত্তর দেয়। তারপরেও ফ্ল্যাটের দরজা খোলা যায় না । চাবি না পাওয়ার দরুন দীর্ঘক্ষণ অপেক্ষার পর সিবিআই অফিসাররা তারা দুটি বন্ধ তালার উপর সিল করে দেয়।  ওই ফ্লাটে যিনি কেয়ারটেকার (Careteker)তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি তার সাধ্যমত উত্তর দেন বলে সূত্রের খবর। শনিবার বেলা দেড়টার সময় সিবিআইয়ের ৬ সদস্যের দল সেখান থেকে রওনা দেয়।