দেশ

নতুন দল গঠন গুলাম নবি আজাদের

জম্মু-কাশ্মীরে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর ডাক দিলেন সদ্য কংগ্রেস-ত্যাগী নেতা গুলাম নবি আজাদ। কংগ্রেস ভেঙে নতুন দল গঠন প্রসঙ্গে তিনি রবিবার বলেন, তাঁর দলের হিন্দুস্তানি নাম হবে। যাতে তা সহজে বোঝা যায়। দলের নামকরণ, পতাকা ও প্রতীক ঠিক করবেন কাশ্মীরি জনতাই। তবে, আপাতত প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবির প্রাথমিক লক্ষ্য জম্মু-কাশ্মীরকে পুনরায় রাজ্যের মর্যাদায় ফিরিয়ে আনা। এদিন জম্মুর সৈনিক কলোনিতে এক বিশাল জনসমাবেশে ভাষণ দেন আজাদ। তাঁর এই সভাকে কেন্দ্র করে গোটা শহর যেন সেজে উঠেছিল। দিল্লি থেকে জম্মুতে এসেই তাঁকে বিশাল সংবর্ধনায় সভাস্থল পর্যন্ত আনা হয়। সমাবেশেও যে পরিমাণ লোক হয়েছিল, তাতে উপত্যকায় কংগ্রেসের কফিনে শেষ পেরেকটি তিনি এদিনই পুঁতে দিলেন তা বলা যায়। তিনি বলেন, তাঁর একমাত্র কাজ হবে নিজভূমের অধিকার এবং কাশ্মীরি যুবদের চাকরি। পূর্ণ রাজ্যের মর্যাদা, জমির উপর স্থানীয়দের অধিকার স্থাপন ও কাশ্মীরি যুবদের চাকরিকেই তিনি অগ্রাধিকার দিতে চলেছেন। তিনি বলেন, এইসব লক্ষ্য পূরণ হবে রাজ্যপালের নেতৃত্বে, লেফটেন্যান্ট গভর্নরের হাতে নয়। দিল্লি থেকে কাশ্মীরের ক্ষমতার চাবিকাঠি নাড়ানো চলবে না।