দেশ

৪ দিনের সফরে ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামীকাল চারদিনের সফরে ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে একাধিক গুরুত্বপূ্র্ণ বিষয় তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক আলোচনা হবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, দু দেশের মধ্যে বাণিজ্যিক এবং অর্থনৈতিক উন্নতি করার বিষয়টি নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে রোহিঙ্গা সমস্যা এবং তিস্তা নদীর জলবন্টনের বিষয়টি উঠতে পারে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারত সফরে আসছেন। তাঁর সফরের দ্বিতীয় দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানান, এই সফরে শেখ হাসিনা সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও। এই সফরে আজমেঢ় শরিফ যাওয়ার কথাও আছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। তিনি জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে কয়েকটি চুক্তি এবং সমঝোতাপত্রে সই হবে। এই বৈঠক পারস্পরিক আস্থা ও বোঝাপড়ার ভিত্তিতে দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্ককে আরও জোরদার করবে বলেও আশা প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক।