দেশ

‘পশ্চিমবঙ্গের লোকে না খেতে পেয়ে মরছে, আর মুখ্যমন্ত্রী সলমন খানের সঙ্গে ঠুমকা লাগাছেন, উৎসব করছেন’, মন্তব্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক ফিল্মোৎসবের উদ্বোধনী মঞ্চে সলমন, সোনাক্ষীদের সঙ্গে মঞ্চে নাচের তালে পা মেলাতে দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ মঙ্গলবার এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে এ নিয়ে একটি ‘মন্তব্য’ করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গিরিরাজ সিং৷ শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বক্তব্য ছিল, ‘‘উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) তো এখন তৃতীয় কোনও দুনিয়া রয়েছেন৷’ পশ্চিমবঙ্গের লোকে না খেতে পেয়ে মরছে, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সলমন খানের সঙ্গে ঠুমকা লাগাছেন, জশান মানাছেন। রাজ্য যখন একের পর এক দুর্নীতির প্রসঙ্গ সামনে আসছে, তখন তিনি তৃতীয় কোনও দুনিয়া অবস্থান করছেন৷ সলমনদের সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন৷’’ গিরিরাজের সেই ভিডিও বুধবার নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তারপরেই শুরু হয়ে যায় শোরগোল৷ কেন্দ্রীয় মন্ত্রীর এ হেন মন্তব্যের তীব্র নিন্দা করে তৃণমূল৷ এদিন বিধানসভা অধিবেশন চলাকালীনও গিরিরাজের মন্তব্যের প্রসঙ্গ তোলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য৷ চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘ফিল্ম ফেস্টিভ্যাল গতকাল শুরু হয়েছে৷ যার জন্য দেশ-বিদেশের বিভিন্ন প্রদেশের মানুষ এসেছেন৷ গতকাল সলমন খান এসেছিলেন৷ আমরা অবাক হলাম এটা দেখে যে, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং যে ভাষায় কথা বললেন৷ এটা যথাযথ নয়। মমতা বন্দোপাধ্যায় গতকাল অনেকের অনুরোধে পা মিলিয়েছেন৷ বিশেষ করে সলমন খানের অনুরোধে৷ তা নিয়ে যে ভাবে মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হল সেটা ন্যক্কারজনক। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ এটা অত্যন্ত অপমানজনক কথা৷ একটা নারীকে অপমান করা মানে নিজের মা’কে অপমান করা৷ এই ধরণের নারী বিদ্বেষ সহ্য করবে না রাজ্যের মানুষ। ’’ অন্যদিকে শশী পাঁজাকেও এ নিয়ে তীব্র প্রতিবাদ করতে শোনা যায় বিধানসভায়৷ মন্ত্রী বলেন, ‘‘২০২১ সালে বারবার মোদি এসেছেন। যে ভাষায় ‘দিদি ও দিদি’ বলেছিলেন তা যথেষ্ঠ অশালীন ছিল৷ এই গিরিরাজ সিং মহিলাদের টাকা বন্ধ করে দিয়েছেন অন্যায় ভাবে৷ যাঁরা মহিলাদের বিরুদ্ধে থাকে, তাঁদের দলের সাংসদ হলেন ব্রিজভূষণ৷ যদিও তিনি আছেন স্বপদে৷ আর কুস্তিগীররা রাস্তায় বসে আছেন। এই ভিডিও ট্যুইট করেছেন বিরোধী দলনেতা। এরা নারীকে সম্মান করবে? এরা নারী বিদ্বেষী। বাংলা তার নিজের মেয়েকে চায়। ভারত নিজের মেয়েকে সম্মান করতে জানে৷ মা বোনেদের সম্মান জানাতে কি ওদের সমস্যা আছে?’’