দেশ

‘জম্মু-কাশ্মীর সংশোধনী বিল বঞ্চিতদের ন্যায়বিচার দেবে’, লোকসভায় বললেন অমিত শাহ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধন) বিল২০২৩ এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধন) বিল ২০২৩ এই অঞ্চলে বঞ্চিতদের ন্যায়বিচার দেওয়ার লক্ষ্যেই ছিল । এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবি ভাষণের পর লোকসভায় ধ্বনিভোটে পাশ হল এই বিল । জম্মু ও কাশ্মীরের দুই সংশোধনী বিলের পক্ষে বুধবার লোকসভায় বিলগুলির উপর বিতর্কে অংশ নেওয়ার সময় অমিত শাহ বলেন, জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধন) বিল আদতে যাদের বিরুদ্ধে অবিচার করা হয়েছিল তাদের প্রতি ন্যায়বিচার করা এবং তাদের অধিকার প্রদানের সঙ্গে সম্পর্কিত । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই ধরনের সম্প্রদায়গুলি পূর্ববর্তী ব্যবস্থাগুলির দ্বারা অপমানিত এবং উপেক্ষা করা হয়েছিল । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, “যে কোনও সমাজে বঞ্চিতদের এগিয়ে আনতে হবে। এটাই ভারতের সংবিধানের মূল অর্থ। কিন্তু তাদের এমনভাবে সামনের দিকে নিয়ে আসতে হবে যাতে তাদের সম্মান কমে না যায়। অধিকার দেওয়া এবং সম্মানের সঙ্গে অধিকার দেওয়ার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে ।”আগের ব্যবস্থাগুলিকে রীতিমতো আক্রমণ করে অমিত শাহ বলেন, “ভোট-ব্যাঙ্কের রাজনীতি বিবেচনা না করে শুরুতে সন্ত্রাসবাদ মোকাবেলা করা হলে, কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর উপত্যকা ছাড়তে হত না। তিনি আরও যোগ করেন, বিলগুলির মধ্যে একটি, সন্ত্রাসবাদের কারণে কাশ্মীর ছাড়তে হয়েছে এমন মানুষদের বিধানসভায় প্রতিনিধিত্ব দেওয়ার চেষ্টা করা হচ্ছে । অমিত শাহ জানান, বিগত 70 বছর ধরে বঞ্চিত জনগণকে ন্যায়বিচার প্রদানের লক্ষ্যেই বিলটি তৈরি করা হয়েছে।অমিত শাহ পিছিয়ে পড়া শ্রেণি নিয়ে কথা বলার জন্য কংগ্রেসকেও এদিন তীব্র কটাক্ষ করেন । তিনি সংসদে বলেন, যে কোনও দল যদি অনগ্রসর শ্রেণির বিরোধিতা করে এবং তাদের বৃদ্ধির পথে আসে তবে তা হল কংগ্রেস। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন । প্রধানমন্ত্রী হয়েছেন, সুতরাং তিনি অনগ্রসর শ্রেণি ও দরিদ্রদের ব্যথা জানেন । আরও পড়ুন‘ইন্ডিয়া’র বৈঠক নিয়ে ফোন এসেছিল রাহুলের, জানালেন মমতাবিজেপির বিরুদ্ধে অভিষেকের সুরে মমতার মুখেও ‘পকেটমার’ কটাক্ষঘূর্ণিঝড়ে বিপর্যস্ত তামিলনাড়ুর পাশে থাকার বার্তা মমতার; ত্রাণ তহবিল চেয়ে মোদিকে চিঠি স্টালিনের”