লখনৌয়ে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার এক তরুণী । হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে ফেরার পথে এই জঘন্য ঘটনার শিকার ওই তরুণী। যোগীর রাজ্যে মহিলারা ঠিক কতটা অসুরক্ষিত এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। লোকসভা নির্বাচনে ভোট বাক্স ভরার লক্ষ্যে বেশি সংখ্যায় মহিলা প্রার্থীকে টিকিট দেওয়ার ভাবনা চিন্তায় মোদি সরকার, অথচ ডাবল ইঞ্জিন রাজ্যে প্রত্যেকদিন নারী নির্যাতন আর হেনস্থার ঘটনা শিরোনামে উঠে আসছে। পরিবার সূত্রে খবর, ওই তরুণী লখনৌয়ের একটি নামী কলেজের পড়ুয়া। তিনি নিয়মিত কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে চিকিৎসা করাতে আসতেন। সেই সূত্রে হাসপাতালে ফুটপাতে এক চা বিক্রেতার সঙ্গে তাঁর আলাপ
হয়। নাম সত্যম। গত ৫ ডিসেম্বর তরুণী চিকিৎসার জন্য হাসপাতালে গেছিলেন। ফেরার পথে ফোনে চার্জ না থাকায় ওই যুবকের দোকানে যান। অভিযুক্ত সত্যমকে অ্যাম্বুলেন্সে মোবাইলটি চার্জ দিয়ে দেবেন বলে তরুণীকে দূরে নিয়ে যান যেখানে তাঁর অন্য দুই শাগরেদরা আগে থেকেই উপস্থিত ছিলেন। সেখানে মাদক খাইয়ে তাঁকে বেহুঁশ করে ফের গাড়িতে তোলে। হাইওয়েতে নিয়ে গিয়ে চলন্ত গাড়ির মধ্যেই গণধর্ষণ করে। এরপর ইন্দিরানগরের কাছে তাঁকে গাড়ি থেকে ফেলে দিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। ইতিমধ্যেই পুলিশ ৩জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে পূর্ব পরিকল্পনা করেই ধর্ষণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।