কলকাতা

কলকাতা হাইকোর্টে মামলা লড়তে এসে পি চিদাম্বরমকে গো-ব্যাক স্লোগান কংগ্রেসপন্থী আইনজীবীদের

 কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমকে গো-ব্যাক স্লোগান দিলেন কলকাতা হাইকোর্টের কংগ্রেসপন্থী দুই আইনজীবী। বুধবার মেট্রো ডেয়ারি মামলার শুনানিতে কেভেন্টার্স কোম্পানির হয়ে সওয়াল করতে কলকাতা হাইকোর্টে হাজির হন পি চিদাম্বরম ৷ এদিন শুনানি শেষে হাইকোর্টের বি গেট থেকে বেরোনোর সময় কৌস্তভ বাগচি ও সুমিত্রা নিয়োগী নামে দুই আইনজীবী তাঁকে দেখে গো-ব্যাক স্লোগান দিতে থাকেন ৷ মহিলা আইনজীবী তাঁর কোর্ট খুলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দিকে এগিয়ে গিয়ে স্লোগান দিতে থাকেন ৷ আইনজীবী চিৎকার করে বলেন, “আপনার মত লোক দলে থাকার জন্যই কংগ্রেসের আজ এই পরিস্থিতি । আপনি এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আদালতে সওয়াল করতে ৷” প্রসঙ্গত, কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর অভিযোগ করে ছিলেন

মেট্রো ডেয়ারির ৪৭ শতাংশ শেয়ার কলকাতার সংস্থা জালান কোম্পানির কেভেন্টার্স গ্রুপকে মাত্র ৮৫ কোটি টাকায় বিক্রি করে রাজ্য সরকার । নিয়ম অনুযায়ী শেয়ার বিক্রির আগে ক্রেতাদের জানানোর জন্য সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়। চুপিসাড়ে এটা করার জন্য মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির ব্যাপারে বাংলায় বর্তমান এবং ইংরেজিতে স্টেটসম্যান কাগজে বিজ্ঞপ্তি দেওয়া হয় ৷ শতাংশ শেয়ার সিঙ্গাপুরের একটি সংস্থাকে বিক্রি করে ১৩৫ কোটি টাকায় । শেয়ার বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা না মেনে এই কাজ করা হয়েছিল বলে দাবি করে ২০১৮ সালে কলকাতা হাইকোর্টে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে মামলা করেন অধীর চৌধুরী। তাঁর দাবি, অন্তত ৫০০ কোটি টাকা রাজ্যের সম্পত্তি ক্ষতি হয়েছে এতে। সাধারণ মানুষের সম্পত্তি জলের দরে বিক্রি করার কী উদ্দেশ্য তা জানতেই তদন্তের দাবি করেন বলে জানান তিনি । সেই মামলাতেই কংগ্রেস সরকারের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম এসেছিলেন কেভেন্টার্স গ্রুপের হয়ে সওয়াল করতে ।