জেলা

শীলভদ্র ও সুজনকে ‘গো ব্যাক’ স্লোগান

গত ২০ মে ‘ভাগ অর্জুন ভাগ’ স্লোগানে মুখরিত হয়েছিল বারাকপুর। আর শনিবার দমদমে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী এবং বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তকে দফায় দফায় শুনতে হল ‘গো ব্যাক’ স্লোগান। যাকে কেন্দ্র করে খড়দহ, পানিহাটি, কামারহাটিতে উত্তেজনার সৃষ্টি হল। ভাঙচুর করা হয়েছে বিজেপি নেতার গাড়ি। খড়দহে বিবেকানন্দ স্টেডিয়ামের সামনে তৃণমূলের এক অস্থায়ী পার্টি অফিস পোড়ানোর খবর আসে। স্থানীয় কাউন্সিলার চিন্ময় দাস বলেন, গভীর রাতে ওই পার্টি অফিস পোড়ানো হয়েছে। বিজেপি এই কাজ করেছে। অবশ্য বিজেপি এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। এদিন বেলা ১০টা নাগাদ খড়দহের বিলকান্দায় সিপিএমের বুথ এজেন্ট মৃত্যুঞ্জয় কুরিকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। তাঁকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান দেন তৃণমূল কর্মীরা। সুজন চক্রবর্তী এরপর দলীয় এজেন্টকে বুথে বসিয়ে দেন। বেলঘরিয়ার নন্দননগরেও বিজেপি’র এক নেতার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। বিকেলে সোদপুরের নন্দনকাননে শীলভদ্র দত্তকে তৃণমূল কাউন্সিলার পূজা চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। সে সময় বিজেপি কর্মীরা পাল্টা স্লোগান দিলে উত্তেজনার সৃষ্টি হয়। প্রার্থীর নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তৃণমূল কর্মীদের ধাক্কাধাক্কি হয়।