বিনোদন

ভারতীয় সিনেমায় ঐতিহাসিক দিন, গোল্ডেন গ্লোবে সেরা অরিজিনাল সঙ ‘আরআরআর’ ছবির ‘নাটু-নাটু’

সঙ্গীতের সেরা পুরস্কার গোল্ডেন গ্লোব। ফিল্ম এবং বিনোদন জগতের মানুষ প্রতিবছরই তাকিয়ে থাকেন এই গোল্ডেন গ্লোব পুরস্কারের দিকে। এবারও আয়োজন করা হয়েছে সেই পুরস্কার। কিন্তু এবার ভারতের ঝুলিতে এসেছে গোল্ডেন গ্লোব। ভারতীয় সিনেমায় ঐতিহাসিক দিন। হলিউডের অন্যতম সেরা অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব ছিনিয়ে আনল রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’। সেরা অরিজিনাল সঙের পুরস্কার পেয়েছে ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’। ছবির মিউজিক কম্পোজার এমএম কিরাভনি এই পুরস্কার গ্রহন করেন। খবরটি আসার পর থেকেই উৎসব শুরু হয়ে গিয়েছে বিনোদন জগতে। অস্কার কমিটির সদস্যরাও এই ছবির প্রশংসায় পঞ্চমুখ। লস অ্যাঞ্জেলেসেরক ব্রেভারি হিলসে বসেছে পুরস্কার বিতরণের অনুষ্ঠান। ৮০ তম পুরস্কার প্রদান অনুষ্ঠান হচ্ছে। গোটা বিশ্বের তাবর সব শিল্পীরা রয়েছেন সেখানে। ছিলেন আরআরআর ছবির পরিচালক রাজামৌলি এবং অভিনেতা জুনিয়র এনটিআর এবং রাম চরণ তেজা। সেরা গানের জন্য হলিউডি প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দেশের জন্য নিয়ে এল গোল্ডেন গ্লোব। একাধিক অনুষ্ঠানে প্রচুর সম্মানে ভূষিত হওয়ার পর এবার আমেরিকাতেও ভারতীয় ছবির বড় সাফল্য৷ নাটু-নাটুর প্রতিদ্বন্দ্বীরাও কেউ কমতি ছিল না। গোল্ডেন গ্লোব ক্যাটেগরিতে ছিল লেডি গাগার হোল্ড মাই হ্যান্ড, মাভেরিকের লিফট মি আপ, ব্ল্যাক প্যান্থারের মতো অ্যালবামের গান। সেখানে গোল্ডেন গ্লোব ছিনিয়ে আনা সহজ নয়। এই জয় ভারতীয় সিনেমার ইতিহাসে মাইলফলক তৈরি করেছে।

এখনও চলছে গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান অনুষ্ঠান। ভারতে উৎসব শুরু হয়ে গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক আর কে কী পেলেন। গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জুলিয়া গার্নারষ ওজাক ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। টেলিভিশন সিরিজে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েেছন জেনদিয়াষ। ইউফোরিয়া সিরিজের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। সেরা অ্যানিমেটেড মোশন পিকচারের পুরস্কার পেয়েছে পিনোকিও। ছবিটি পরিচালনা করেছেন মেক্সিকান পরিচালক গুলেরেমো ডেন টোরো। এলভিল প্রিসলের ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অস্টিন বাল্টার।