দেশ

তাপমাত্রার পতন অব্যাহত, উত্তর ভারত জুড়ে শৈত্যপ্রবাহ

উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতজুড়ে চলছে ঠান্ডার দাপট। শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশায় কাবু হয়ে রয়েছে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের একাংশ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত ২৩ বছরে এই নিয়ে তৃতীয়বার তাপমাত্রার পারদ পতন হয়েছে। এমনকি, বছরের শুরুতে এত দীর্ঘ সময় ধরে শৈত্যপ্রবাহ গত ১০ বছরেও দেখা যায়নি। বুধবার থেকে কুয়াশার মাত্রাও বাড়তে পারে বলে জানানো হয়েছে। ৫-৯ জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহের ফলে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১.৯ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দাঁড়িয়েছে। ঘন কুয়াশার ফলে দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে। বিমান বাতিল হওয়ায় বিপদে পড়ছেন যাত্রীরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত এই প্রথম টানা ৫০ ঘণ্টা ঘন কুয়াশায় ছেয়ে রয়েছে দিল্লি। বৃহস্পতিবার দিল্লিতে ঝিরঝিরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা সপ্তাহ জুড়ে শীতের প্রকোপ এমনটাই থাকবে। ১৪ জানুয়ারি থেকে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানানো হয়েছে।