কলকাতা জেলা

রাজ্যের সুরা প্রেমীদের জন্য সুখবর, খুলছে বার, রেস্তোরাঁ

রাজ্যের সুরা প্রেমীদের জন্য সুখবর । আজ মঙ্গলবার থেকেই শর্তসাপেক্ষে রাজ্যে বার খুলে যাচ্ছে । বারের পাশাপাশি রেস্তোরাঁতেও মদ বিক্রি করা যাবে আজ থেকেই । এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। বার ও রেস্তোরাঁয় কড়া ভাবে করোনা বিধি মেনেই মদ বিক্রি করা যাবে বলে সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে । স্থানীয় প্রশাসন যতক্ষণ রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি দেবে ততক্ষণই মদ পাওয়া যাবে , বার কিংবা রেস্টুরেন্টে অবশ্যই সোশ্যাল ডিসটেন্স মানতে হবে , বার নিয়মিত স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে জানানো হয়েছে। করোনা মোকাবিলায় এফ এস এস এ আই বিধি মেনে খাবার পরিবেশন করতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। পাঁচ মাস পর রাজ্যের হোটেল ও রেস্তোঁরাগুলিতে মদ বিক্রির ছাড়পত্র দেওয়া হল। তবে এই বিষয়ে আবগারি দফতর কিছু বিধিনিষেধ জারি করেছে যাতে বলা হয়েছে, “বারে বা রেস্তোরাঁয় মোট আসনের ৫০ শতাংশ ক্রেতাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ডান্স ফ্লোর ব্যবহার করা যাবে না। বারের কর্মী ও ক্রেতাদের সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে হবে। নিয়মিত হাত ধুতে হবে এবং বার স্যানিটাইজ করতে হবে। স্থানীয় প্রশাসন যতক্ষণ রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি দেবে ততক্ষণই তা খুলে রাখা যাবে। করোনা মোকাবিলায় FSSAI-এর বিধি মেনে খাবার পরিবেশন করতে হবে। তবে কনটেনমেন্ট জোনে বার খোলা যাবে না।”