ছাদনা তলায় এক হল চার হাত। গাঁটছড়া বাঁধলেন গৌরব চট্টোপাধ্যায় আর দেবলীনা কুমার। তিন বছরের প্রেম এবার পরিণয়ে পরণতি পেল। সকাল থেকে সমস্ত রীতি-আচার মেনে বিয়ের উত্সব শুরু হয়েছে মেয়র পারিষদ দেবাশিস কুমারের বাড়িতে। হলুদ শাড়ি-লাল ব্লাউজ পরে গায়ে হলুদ হয়েছে দেবলীনার। মাথায় মুকুট। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গতকাল মেহেন্দি অনুষ্ঠানের ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। বিয়ের সন্ধেয় দেবলীনা পরলেন কমলা বেনারসি। সঙ্গে গা-ভরা সোনার গয়না। গৌরব পরেছেন সাবেকী সাদা ধুতি আর পাঞ্জাবি। ফুল দিয়ে সাজানো ছাদনাতলা। বৈদিক মতেই বিয়ে সম্পন্ন হয়েছে। রীতি-রেওয়াজ মেনে মালাবদল, সাত পাক ঘোরা, শুভদৃষ্টি, সিঁদুর দান সব হলেও, হয়নি কন্যাদান। কারণ দেবলীনার ইচ্ছে ছিল যে তাঁর যেন কন্যাদান না হয়। সেই জন্যই বৈদিক মতে বিয়ের আয়োজন। যদিও কোভিড বিধির কারণে অতিথি সংখ্যা সীমিত। সবার জন্য একদম বাঙালি মেনুর আয়োজন করা হয়েছে। ভজহরি মান্না থেকে আসছে লুচি, ছোলার ডাল, লম্বা করে কাটা ফালি বেগুনভাজা, চিংড়ির কাটলেট, রাইস, দইপোনা, পাঁঠার মাংস, পাটিসাপটা, পায়েশ, সন্দেশ। বিয়ে এখন হলেও রিসেপশন হবে আগামী বছর মার্চে।